ওয়াকফ (সংশোধিত) আইন ঘিরে মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড় এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। একাধিক সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভ মিছিল জাতীয় সড়কে অবরোধ করার চেষ্টা করে। এতে পুলিশ বাঁধা দেয়। হিন্দুস্তান টাইমসের অভিযোগ, সেই সময় উত্তেজিত কয়েকজন বোমা ছোড়েন। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথরও। তাতে বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হন। পরে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কেবল ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে।