Web Analytics
শরীয়তপুরের ফার্মেসি মালিক ও বিকাশ এজেন্ট খোকন দাস (৫০) হত্যার ঘটনায় প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৮ ও ঢাকার ইন্ট উইংয়ের তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানি কমান্ডার এএসপি শাহজাহানের নেতৃত্বে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে এজাহারনামীয় আসামি সোহাগ, রাব্বি ও পলাশকে গ্রেপ্তার করে।

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানান, মৃত্যুর আগে খোকন দাস হামলাকারীদের নাম উল্লেখ করেছিলেন। ৩১ ডিসেম্বর ২০২৫ রাতে কেহরভাঙ্গা বাজার থেকে ব্যবসা বন্ধ করে বাড়ি ফেরার পথে তিলই এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। হামলাকারীদের চিনে ফেলায় তারা খোকনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা স্থানীয়ভাবে বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত।

Card image

Related Videos

logo
No data found yet!