বাংলাদেশের ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম ব্যাখ্যা দিয়েছেন কেন মুশফিকুর রহিমকে শততম টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির সুযোগ দেওয়া হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৫৩ রানে অপরাজিত থাকাকালীন বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। আশরাফুল বলেন, দল ইতিমধ্যে ৫০০ রানের লিডে ছিল এবং দলীয় স্বার্থকে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি আরও জানান, চাইলে আরেক ঘণ্টা খেলা যেত, কিন্তু তা ক্রিকেটের স্পিরিটের সঙ্গে মানানসই হতো না। মুমিনুল হককে সেঞ্চুরির সুযোগ দেওয়া হলেও তিনি ৮৭ রানে আউট হন। শততম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করতে না পারলেও মুশফিক শতক ও অর্ধশতকের কীর্তিতে রিকি পন্টিংয়ের পাশে জায়গা করে নিয়েছেন।