ভিয়েতনামের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টানা ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ছয়টি প্রদেশে বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে ডাক লাক প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। উপকূলীয় নাহা ট্রাং শহর প্লাবিত হয়েছে এবং দা লাটের পার্বত্য এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন। বন্যায় বহু মহাসড়ক অচল হয়ে পড়েছে এবং প্রায় ৩ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বিদ্যুৎ বিভ্রাটে প্রাথমিকভাবে ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ২৭৯ জন নিহত বা নিখোঁজ এবং ২ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের ক্ষতি হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন ও বিধ্বংসী হচ্ছে।