বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ নামে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হবে বৃহস্পতিবার গভর্নর ড. আহসান এইচ মনসুরের মাধ্যমে। আগামী রোববার থেকে আমানতকারীরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। বড় অঙ্কের আমানত ফেরতের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হচ্ছে। ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই একীভূত ব্যাংক ইসলামি ব্যাংকিং খাতের অস্থিরতা কাটাতে সহায়ক হবে।