নয়া দিল্লিস্থ ইসরাইলি রাষ্ট্রদূত রিউভেন আজর বলেছেন, গাজা উপত্যকা হামাস-মুক্ত না হওয়া পর্যন্ত ইসরাইলের সামরিক অভিযান চলবে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সামনে ‘দুটি পথ খোলা’ রয়েছে বলেও উল্লেখ করেন। সব বন্দিকে মুক্তি দিতে হবে। হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে। আজর জানান, ৪২ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হয়েছে। কিন্তু হামাস বন্দিদের মুক্তি না দেওয়ায় ইসরাইলের সামনে সামরিক পদক্ষেপ ছাড়া আর কোনো বিকল্প নেই। যদিও গাজা যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ীই এর প্রথম ধাপে যে ৩৩ বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল, তার থেকেও বেশি জিম্মির মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তি দিতেই গড়িমসি করে ইসরাইল।