ইসরাইলি কর্মকর্তার বরাতে ওয়াইনেট নিউজ জানিয়েছে, হামাস তাদের কাছে আটকা চার জিম্মির মরদেহ অবিলম্বে ফেরত দিলে ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল। ইসরাইলের দাবি, হামাস যেন কফিন দিয়ে কোনও ‘আনুষ্ঠানিকতা’ না করেই বন্দিদের মরদেহ ফেরত দেয়, যেমনটা গত সপ্তাহে বিবাস এবং ওদেদ লিফশিৎজের মৃতদেহ দিয়ে করেছিল। সবশেষ বন্দিবিনিময় চুক্তির আওতায় হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দিলেও ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে না বলে জানিয়ে দেয় তেল আবিব! কারণ হিসেবে হস্তান্তর অনুষ্ঠানে হামাস অপমানজনক কাজ করেছে অভিযোগ তোলা হয়। হামাস জানিয়েছে, ছয় শতাধিক বন্দী মুক্তি না পাওয়া পর্যন্ত কোনো সমঝোতা আলোচনাই হবে না।