প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ঐক্য ও সশস্ত্র বাহিনীর সমর্থনের কারণে বাংলাদেশ দ্রুত সংকট কাটিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কোর্স ২০২৫-এর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিদেশি কর্মকর্তাদের উদ্দেশে ইউনূস বলেন, এই ঐক্যের কারণেই দেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হয়েছে। তিনি সংস্কারমূলক কর্মসূচির প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং গত বছরের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলেন। আসন্ন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে আয়োজনের জন্য তিনি সামরিক বাহিনী, পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন। এ বছর ডিএসসিএসসি কোর্সে ৩১১ জন কর্মকর্তা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন, যার মধ্যে ২৪টি দেশের ৫৮ জন বিদেশি কর্মকর্তা ও ১৪ জন নারী কর্মকর্তা ছিলেন।