ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত চাঁদপুর-২ (মতলব) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও তার পরিবারের চার সদস্যের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর রোববার এই আদেশ দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, জালাল উদ্দিন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জন, তা বৈধ করার চেষ্টা এবং বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে তাদের নামে পাঁচটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়, যেখানে বিপুল পরিমাণ অর্থের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। দুদক জানায়, এসব অর্থ বিদেশে পাচার বা বেহাত হওয়ার আশঙ্কা থাকায় তদন্তের স্বার্থে হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে গত ২২ ডিসেম্বর একই আদালত জালাল উদ্দিন, তার স্ত্রী শাহানাজ শারমীন, দুই ছেলে ও মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।