পাকিস্তান বলেছে, হেগ আদালতের পরিপূরক রায়ে ভারতের একতরফা পদক্ষেপকে পাশ কাটানো যাবে না, সিন্ধু পানি চুক্তি নিয়ে সালিস প্রক্রিয়া অগ্রাহ্য করার সুযোগ নেই। সিন্ধু পানি চুক্তি ইস্যুতে হেগের পিসিএ ‘পরিপূরক এখতিয়ার রায়’ জারির সিদ্ধান্তকে শুক্রবার স্বাগত জানিয়ে পাকিস্তান সরকার বলেছে, এই রায়ে স্পষ্ট হয়েছে যে, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারে না। এছাড়া পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছে ইসলামাবাদ। প্রসঙ্গত, পিসিএ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে বা ‘স্থগিতাবস্থায়’ রাখতে পারবে না। বরং চুক্তি তখন পর্যন্ত বহাল থাকে, যতক্ষণ না ভারত ও পাকিস্তান উভয়ের সম্মতিতে তা বাতিল করা হয়।