দেশের বায়ুদূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করছে। গত ২ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ৪৪২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ১০৪১টি মামলার মাধ্যমে ১৩ কোটি ৭৮ লাখের অধিক টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ১৯৯টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে সিলগালা করা হয়েছে, ১০৯টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে, ৩১টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া ৫টি প্রতিষ্ঠানের ৬ ট্রাক ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করা হয়েছে। এছাড়াও গত ৩ নভেম্বর ২০২৪ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩২৮টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৬৩৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৪৮ লাখের অধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।