হবিগঞ্জের কালিকাপুরে মাজারে ওরস পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, ওরস নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটলে তা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এক পক্ষে নেতৃত্ব দেন যুবদল নেতা নজরুল গাজী অপর পক্ষের নেতৃত্ব দেন বাঘাসুরা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সজল। এ নিয়ে ২২ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।