Web Analytics
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল। এর আগে গত ২৯ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত শাহবাগ থানায় দায়ের করা মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি দায়ের করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম। অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে “মঞ্চ ৭১” এর ব্যানারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে লতিফ সিদ্দিকী সরকার উৎখাতের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেন এবং উপস্থিতদের প্ররোচিত করেন। এ ঘটনায় ৭০-৮০ জন অংশগ্রহণকারীর মধ্যে থেকে ১৬ জনকে আটক করে পুলিশ। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট লতিফ সিদ্দিকীর জামিন মঞ্জুর করে। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।