আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের সকল দপ্তরে অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, সমাজের সকল স্তরের মানুষের মতামতের ভিত্তিতে জনপ্রশাসন সংস্কার কমিশনে ২৫ ক্যাডারের নেতৃবৃন্দ লিখিত মতামত পেশ করেছে। তন্মধ্যে, 'ক্যাডার যার মন্ত্রাণালয় তার', 'মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতি, কোটা বাতিল' ও সকল ক্যাডারের সমতা নিশ্চিত করার সুপারিশ উল্লেখযোগ্য। বৈষম্য নিরসন পরিষদ জানিয়েছেন, তাদের মতামত মানা হয়নি, কেবল একটি ক্যাডারকে জনপ্রতিনিধি থেকেও উপরে স্থাপনের প্রয়াস করা হয়েছে সংস্কার কমিশনে। প্রশাসন ক্যাডারের সাথে ফেসবুক দ্বন্দ্বে ২৫ ক্যাডারের ১২ জন সাময়িক বরখাস্ত হলেও কুরুচিপূর্ণ লেখালেখি করেও প্রশাসন ক্যাডারদের শাস্তি হয়নি। এর পরিপ্রেক্ষিতে দাবি মানা না হলে ১ মার্চ থেকে পূর্ণ কর্ম বিরতির কর্মসূচিরও হুমকি দেওয়া হয়েছে।