আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডাক ভোটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৬৭২ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন সম্পন্ন হয়েছে, যেখানে ১ লাখ ১৪ হাজার ৮৩ জন পুরুষ এবং ১৬ হাজার ৫৮৯ জন নারী ভোটার অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও কানাডা থেকে সর্বাধিক নিবন্ধন হয়েছে। প্রবাসীদের অনুরোধে নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটি উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে নিবন্ধনের সুযোগ উন্মুক্ত করেন। এছাড়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার ও নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং প্রক্রিয়াও চালু করা হবে বলে ইসি জানিয়েছে।