বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায় এবং এর গভীরতা ছিল প্রায় ৬ দশমিক ২ মাইল। সাম্প্রতিক দিনগুলোতে ঢাকায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। গত সপ্তাহে প্রায় ৩১ ঘণ্টার মধ্যে চারবার ভূমিকম্প হয়, যার মধ্যে শুক্রবার সকালে নরসিংদীর মাধবদী এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১০ জন নিহত ও ৬০০ জনের বেশি আহত হন। বৃহস্পতিবারের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মধ্য বাংলাদেশের ভূমিকম্প কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।