শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের ওপর হামলা ও পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মাসুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, মাসুদ কুখ্যাত মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী। অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনার মূল হোতা মাসুদ। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা, অস্ত্র, মাদকসহ ১৩টি মামলা রয়েছে। তার স্ত্রীর নামেও ৫টি মামলা রয়েছে। এর আগে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ সেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ফরিদ শেখের হাতে হাতকড়া লাগিয়ে তাকে গাড়িতে তোলার সময় তার পরিবারের পুরুষ ও নারী সদস্যরা মিলে পুলিশের ওপর হামলা চালায়।