সিনেমাকেও হার মানানো এক ঘটনার জন্ম দিয়েছেন মানিকগঞ্জের স্বর্ণকার শুভ দাস (৩৫)। নিজের দোকান অভি জুয়েলার্সে ডাকাতির নাটক সাজাতে তিনি ৫ লাখ টাকায় তিন দুর্বৃত্ত—সোহান, আমানত ও শরীফকে ভাড়া করেন। গত ৪ অক্টোবর রাতে তারা মুখে ক্যাপ পরে দোকানে ঢুকে শুভ দাসের গলায় চাকু ঠেকিয়ে লকার খুলে নেয় ২২ ভরি স্বর্ণালংকার, যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। বিশ্বাসযোগ্য করতে শুভ দাসকেও তারা কুপিয়ে রক্তাক্ত করে। স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠালেও, পুলিশের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—সবকিছু ছিল সাজানো নাটক। রোববার গভীর রাতে পৌলী এলাকার শাইলীপাড়া থেকে পুলিশ শুভ দাসসহ চারজনকে গ্রেফতার করে। অর্থনৈতিক সংকট নাকি অন্য কোনো গোপন উদ্দেশ্য—এই পরিকল্পনার নেপথ্যের কারণ জানতে তদন্ত চলছে।