Web Analytics
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২ নভেম্বর) বেলা ১১টায় চম্পাপুর ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। যোগদানকারীদের নেতৃত্ব দেন চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিলাল ভাট এবং সাবেক ইউপি সদস্য রবীন্দ্রনাথ রায়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, জাহাঙ্গীর আলম তালুকদার, বাদল তালুকদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সভায় এবিএম মোশাররফ হোসেন বলেন, চম্পাপুরবাসী দীর্ঘদিন আওয়ামী লীগকে সমর্থন করলেও এর বিনিময়ে কোনো সুফল পায়নি। তিনি বলেন, বিএনপি সর্বদা জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও থাকবে। এই যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রভাব পড়বে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।