ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আফার অঞ্চলে একটি ট্রাক উল্টে কমপক্ষে ২২ জন অভিবাসনপ্রত্যাশী নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন বলে মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনাটি প্রতিবেশী জিবুতি থেকে কয়েকশ কিলোমিটার পশ্চিমে সেমেরা এলাকায় ঘটে। কর্তৃপক্ষ জানায়, নিহতরা মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে বিপজ্জনক রুটে যাত্রা করেছিলেন এবং তারা এই পথের ঝুঁকি সম্পর্কে অবগত ছিলেন না। আহতদের ডাউটি রেফারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আঞ্চলিক সরকার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চলের দেশগুলো—সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া ও জিবুতি—থেকে উপসাগরীয় দেশগুলোতে কাজের সন্ধানে হাজার হাজার মানুষ এই রুট ব্যবহার করে। অধিকাংশ অভিবাসনপ্রত্যাশী জিবুতি থেকে ইয়েমেন হয়ে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশে যান। তবে ইথিওপীয় অভিবাসীদের জিবুতি যাওয়ার রুটটি মানব পাচারকারীদের কারণে অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই রুটে ৮৯০ জন প্রাণ হারিয়েছেন, যা বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ হিসেবে বিবেচিত।