পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। তিনি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে তার লাইভ কনসার্ট। ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের এই আয়োজন করছে মেইন স্টেজ নামের প্রতিষ্ঠান। কনসার্টের গেট খুলবে দুপুর ১টায়, শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, যা পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি—এই দুই ক্যাটাগরিতে। এর আগে, ২০২৪ সালের ২৯ নভেম্বর আতিফ ঢাকায় ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে পারফর্ম করেছিলেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন এই আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে।