ভারত ৫০ শতাংশ রপ্তানি শুল্ক বৃদ্ধি করার পর পাকিস্তান থেকে মোংলা বন্দরে প্রথম বারের মতো আমদানি করা হলো চিটাগুড়। প্রায় ২০ বছর পর বৃহস্পতিবার মোংলা বন্দরে প্রবেশ করে পাকিস্তানি পণ্য নিয়ে পানামা পতাকাবাহী 'এমটি ডলভফিন' জাহাজ! পাকিস্তানের করাচি বন্দর থেকে ৫৫০ মেট্রিক টন চিটাগুড় নিয়ে মোংলার ৮ নম্বর জেটিতে এসে নোঙর করেছে জাহাজটি। জাহাজটি ২২ জানুয়ারি রওনা দেয় করাচি বন্দর থেকে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত শুল্ক বৃদ্ধি করাতে পাকিস্তান থেকে করা হচ্ছে আমদানি। ভারত থেকে খরচও পড়ছে কম। আগের থেকে কেজিতে ৪-৫ টাকা বেশি লাভ হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ শরিফুল সরকার শুভেচ্ছা গ্রহণ করে বলেন, নতুন পণ্য আমদানি হওয়ায় মোংলা বন্দরের সক্ষমতা আরো এক ধাপ এগিয়ে গেল।