যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় সাগরে একটি “সাবমেরিন হামলার” কথা স্বীকার করেছেন, যা তিনি দাবি করেছেন মাদক পাচারের বিরুদ্ধেই চালানো হয়। ১৭ অক্টোবর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, ওই সাবমেরিন বিপুল পরিমাণ মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। তবে তিনি কোনো প্রমাণ দেননি। রয়টার্স জানিয়েছে, হামলায় দুইজন নিহত ও দুইজন আটক হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, এসব অভিযান ভেনেজুয়েলা থেকে মাদক পাচার ঠেকাতে চালানো হচ্ছে, কিন্তু সমালোচকরা বলছেন এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন। ভেনেজুয়েলা জাতিসংঘে বিষয়টি উত্থাপন করে হামলাকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। কলম্বিয়া জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের নাগরিকও থাকতে পারে। বৈঠকে ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো উত্তেজনা কমাতে ছাড় দিতে রাজি। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই সংঘাত দ্রুত রাজনৈতিক ও সামরিক সঙ্কটে পরিণত হতে পারে।