বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে ড. ইউনূসের নিউইয়র্ক সফরকে “অত্যন্ত সফল মিশন” হিসেবে আখ্যা দেন। লুইস বলেন, ওই সফরে ইউনূস একাধিক বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং রোহিঙ্গা সংকট বিষয়ে জাতিসংঘের ঐতিহাসিক সম্মেলনে বক্তব্য রাখেন। বাংলাদেশের প্রতিনিধিদলে প্রথমবারের মতো ছয় রাজনৈতিক নেতার অন্তর্ভুক্তিকে তিনি জাতীয় ঐক্যের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন। বৈঠকে টেকসই সহযোগিতা, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। নিজের দায়িত্বকাল নিয়ে লুইস বলেন, বাংলাদেশের মানুষের দৃঢ়তা, সৃজনশীলতা ও উদারতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি ড. ইউনূসের সামাজিক উদ্ভাবন ও ন্যায়বিচারের প্রতি আজীবন নিষ্ঠার প্রশংসা করেন, যা বিশ্বজুড়ে কোটি মানুষকে অনুপ্রাণিত করছে।