বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাতে তিনি বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি আরও জানান, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারাদেশে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে অক্টোবর মাসেও তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চলতি বছরের মে মাসে লন্ডনে চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন।