২০২৬ সালের ১৪ জানুয়ারি বিকেল ৪টার নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে জামায়াতে ইসলামি। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪৫টি আসনে সন্তুষ্ট না হওয়ায় তারা সংবাদ সম্মেলনে উপস্থিত হতে অস্বীকৃতি জানায়। জামায়াত প্রথমে ৪০টি আসন প্রস্তাব করলেও পরে তা বাড়িয়ে ৪৫টি করে এবং অতিরিক্ত পাঁচটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দেয়। তবুও ইসলামী আন্দোলন রাজি না হওয়ায় জামায়াত বাধ্য হয়ে সংবাদ সম্মেলন স্থগিত করে।
সূত্র জানায়, ইসলামী আন্দোলনের ধারণা তাদের দেশব্যাপী শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে, তাই তারা আরও বেশি আসন দাবি করছে। দলটির মজলিসে শূরার বৈঠকে জোটে থাকা না থাকা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। অন্যদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও বেশি আসন দাবি করছে। জামায়াত তাদের ১৫–২০টি আসন দিতে রাজি হলেও তারা সন্তুষ্ট নয়।
অন্যদিকে মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমাদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিসকে ১০টি আসন প্রস্তাব করা হয়েছে এবং তারা জোটে থাকার সম্ভাবনা বেশি বলে জানা গেছে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তিনটি দলের সর্বোচ্চ ফোরামের বৈঠক চলছিল।