বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই ২০২৪ সালের অভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ১৭ নভেম্বর এ রায় ঘোষণা করে। শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিন অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ, চাঁনখারপুলে ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ। ট্রাইব্যুনাল রায় দিয়েছে যে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সহিংসতা উসকে দেন এবং তা প্রতিরোধে ব্যর্থ হন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।