ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সরকারপ্রধানদের বৈঠকে ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ভারত তার নাগরিকদের নিরাপত্তায় সার্বভৌম অধিকার প্রয়োগ করবে এবং বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদের সব রূপের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ দেখাতে হবে। জয়শঙ্কর উল্লেখ করেন, এসসিও গঠিত হয়েছিল সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রবাদের তিনটি অশুভ শক্তির মোকাবিলায়, যা সময়ের সঙ্গে আরও জটিল হয়েছে। তিনি সংস্থাটির কাঠামো ও কার্যক্রম আধুনিকায়নের আহ্বান জানান এবং রুশ ও চীনা ভাষার পাশাপাশি ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে যুক্ত করার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেন। এছাড়া, তিনি এসসিও স্টার্টআপ ও ইনোভেশন ওয়ার্কিং গ্রুপ এবং স্টার্টআপ ফোরামের মাধ্যমে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবন বৃদ্ধিতে ভারতের ভূমিকা তুলে ধরেন। জয়শঙ্কর আশ্বস্ত করেন, ভারত এসব লক্ষ্য অর্জনে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।