দীর্ঘ ১৭ বছর পর নিজ নির্বাচনি হাওড়াঞ্চলে স্পিডবোট নিয়ে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেছেন লুৎফুজ্জামান বাবর। তিনি রবিবার হাওড়ের বিভিন্ন গ্রামে ঘুরে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। প্রসঙ্গত, বাবর মদন উপজেলার। তিনি তিনবার নেত্রকোনা-৪ আসন থেকে সাংসদ হয়েছিলেন। তার আগমনে এ আসনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শহর থেকে গ্রাম সর্বত্র তোরণ নির্মাণ করা হয়। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। খালিয়াজুরীর বিভিন্ন ইউনিয়নে ঘুরে তিনি পথসভা করেন এবং প্রায় ৪৩টি গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। অর্ধশতাধিক স্পিডবোট ও তিন শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত গণসংযোগে বাবর বলেন, ‘শুধু স্লোগান দিলে হবে না, যুবকদের শিক্ষায়, কারিগরি দক্ষতায় ও ব্যবসায় এগিয়ে যেতে হবে। নামাজ, কুরআন তেলাওয়াত ও শারীরিক ব্যায়ামও প্রতিদিনের জীবনে থাকা উচিত। তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং তারেক রহমানের জন্য দোয়া চান।