Web Analytics
আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবি মেলা’র একাদশ সংস্করণ শুরু হচ্ছে আগামী ১৬ জানুয়ারি ২০২৬, ঢাকায়। রাজধানীর দৃকপাঠ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দৃক পিকচার লাইব্রেরি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবটি চলবে ১৬ দিনব্যাপী। বাংলাদেশ জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, দৃকপাঠ ভবন এবং জাতীয় সংসদের সাউথ প্লাজাসহ পাঁচটি স্থানে নয়টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এবারের থিম ‘পুনঃ’, যার অর্থ আবার বা নতুনভাবে শুরু করা। এতে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে ৫৮ জন অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।

কিউরেটর মুনেম ওয়াসিফ ও সরকার প্রতীক উৎসবের প্রদর্শনীগুলোর বিষয়বস্তু তুলে ধরেন, যার মধ্যে রয়েছে ‘বাট এ উন্ড দ্যাট ফাইটস’, ‘রাইটস অব প্যাসেজ’ ও ‘(আন)লার্নিং প্যালেস্টাইন’। এছাড়া আলেসান্দ্রা সাঙ্গুঁইনেতি, বানি আবিদি ও আমানুল হকের একক প্রদর্শনীও থাকছে। উৎসবে ছয়টি কর্মশালা, ১৬টি পাবলিক টক, চারটি গাইডেড ট্যুর এবং স্থানীয় স্কুল শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক কার্যক্রম আয়োজিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ১৬টি প্রতিষ্ঠানের সহায়তায় আয়োজিত এই উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

Card image

Related Videos

logo
No data found yet!