ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তা ছাড়া ইসরাইল ইরানের সঙ্গে এক সপ্তাহও যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। ইমাম খোমেনির সমাধিস্থলে বসিজ স্বেচ্ছাসেবী বাহিনীর এক সমাবেশে তিনি বলেন, গত জুনে ১২ দিনের যুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র শাস্তি পেয়েছে এবং ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্র নয়, বরং জনগণের ঐক্য ও সমর্থন থেকেই আসে। গালিবাফ দাবি করেন, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সংঘাত থামানোর চেষ্টা করেছিলেন। তিনি আরও বলেন, ইসরাইলি শাসকগোষ্ঠী ও তাদের মার্কিন সমর্থকরা ইরানের জনগণ ও সেনাবাহিনীর কাছে পরাজিত হয়েছে। গালিবাফ জোর দিয়ে বলেন, ইসলামি ব্যবস্থার প্রতি জনগণের সমর্থনই শত্রুর বিরুদ্ধে ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি।