রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভবনের সামনে শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহত হয়নি। শেরে বাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, ঘটনার পরপরই অপরাধীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও হাতবোমা বিস্ফোরণের মতো বিচ্ছিন্ন সহিংসতা ঘটছে, যা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন দমনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে ‘নিষিদ্ধ’ দলটির কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।