সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। ট্রাম্পের এ ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক আগে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে দখলদার ইসরাইলের চার নাগরিক নিহত হয়েছেন। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না।’ উল্লেখ্য, ইরান ও ইসরাইল উভয় দেশের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।