মঙ্গলবার সকাল দশটায় গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, নাটোরের মুকিমপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৩) তার স্ত্রী আঁখি আক্তার (২৬) ও তাদের দুই বছর বয়সী কন্যাসন্তান আন্নি খাতুন। নিহতের চাচা মেহের আলী জানান, আনোয়ার হোসেন ময়মনসিংহে আরএফএল কোম্পনীতে চাকুরি করতো। স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুড় বাড়ি আশুলিয়ায় যাওয়ার উদ্দেশে সকালে ময়মনসিংহ থেকে গাজিপুরের উদ্দেশে অটোরিকশায় রওনা হয়। নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন এর উত্তরে পৌঁছালে অটোরিকশার পেছনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু আন্নি নিহত হয়। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি দুজনেরও মৃত্যু হয়। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং কাভার্ডভ্যান বাসন থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।