মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের আদর্শ ধারণ করে যুবদল দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে। তারা দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং যুবসমাজকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান।
বিজয় দিবসের এই শ্রদ্ধা নিবেদন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করেছে, যা আসন্ন রাজনৈতিক কর্মসূচির প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।