গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির সময় সংঘর্ষে পাঁচজন নিহত হলেও প্রথম চার জনের মরদেহে ময়নাতদন্ত করা হয়নি। পরিবারের দাবি, সহায়তা না পাওয়ায় তারা ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছে, পুলিশ বলছে অশান্ত জনতা এই বাধা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ময়নাতদন্ত না হলে দায়ীদের দণ্ড দেওয়া কঠিন। আইনজীবীরা বলছেন, আদালতের নির্দেশে ময়নাতদন্ত পরে করা যেতে পারে। পুলিশের পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপের তথ্য জানানো হয়নি।