জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার (ইউনোস্যাট) জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রায় এক লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট ভবনের প্রায় ৭৮ শতাংশ। গত ৮ জুলাই পর্যন্ত সংগৃহীত স্যাটেলাইট বিশ্লেষণে দেখা যায়, এর মধ্যে প্রায় ১ লাখ ২ হাজার ভবন সম্পূর্ণভাবে ধ্বংস। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরাইলি অভিযান দুই বছর পরও থামেনি। জাতিসংঘ জানিয়েছে, গাজায় ২১৩টি হাসপাতাল ও ১,০২৯টি স্কুল ইসরাইলি হামলায় টার্গেট হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৪টি আংশিকভাবে কার্যকর। এদিকে মিশরের শারম আল-শেখে হামাস ও ইসরাইলের মধ্যে সেনা প্রত্যাহার ও নিরস্ত্রীকরণ নিয়ে পরোক্ষ আলোচনা চললেও নতুন হামলা চলছে। গাজা সিটির ধ্বংসযজ্ঞে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার দপ্তর।