রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আমদানি করছে বলে অভিযোগ করেছে কিয়েভ। এ নিয়ে ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পোলিশচুক বলেন, 'এ প্রসঙ্গে দূতাবাস থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কফকাজ বন্দর থেকে আমদানিকৃত দেড় লাখ টনের বেশি চুরি করা গম প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়। তবে চিঠির বিষয়ে ঢাকা কোনো জবাব দেয়নি। এটি একটি অপরাধ। যার জন্য ইউক্রেন এখন বিষয়টি ইইউতে উত্থাপন করবে। যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবে!' এদিকে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘রাশিয়া অধিকৃত অঞ্চলে উৎপাদিত গম ঢাকা আমদানি করে না। বাংলাদেশ কখনো চুরি করা গম আমদানি করে না।’
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।