আফগানিস্তানে ‘অনৈতিক কার্যকলাপ’ ঠেকাতে দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ঘোষণা দেয় তালেবান সরকার। সোমবার রাত থেকেই একাধিক নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় এবং টেলিফোন সেবাও প্রভাবিত হয়। এতে দেশটিতে ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’ সৃষ্টি হয়। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অন্তত আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম মঙ্গলবার সকাল থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিদেশে থাকা আফগানরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ভুক্তভোগীদের অভিযোগ, আগে অন্তত ফোনে কথা বলা যেত। এখন সেটাও সম্ভব নয়।’ কাবুলভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানায়, ইন্টারনেট বন্ধ হয়ে তাদের সংবাদ কার্যক্রমও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। এছাড়াও সংবাদ সংস্থা এপি ও এএফপি জানিয়েছে, তারা কাবুলে নিজ নিজ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।