বাংলাদেশের জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্বজনরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কর্তৃক মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন। সোমবার রায় ঘোষণার পর তারা বলেন, ন্যায়বিচার শুরু হলেও প্রকৃত ন্যায় প্রতিষ্ঠিত হবে কেবল রায় কার্যকর হলে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বিপুল জনসমাগমে উচ্ছ্বাস, স্লোগান ও মোনাজাতের মাধ্যমে তারা প্রতিক্রিয়া জানান। ইনকিলাব মঞ্চ ও মঞ্চ ২৪-এর নেতারা রায়কে ঐতিহাসিক ও স্বৈরশাসনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বলে অভিহিত করেন। তারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সহযোগিতা কামনা করেন। রায় ঘোষণার পর ঢাকার ধানমন্ডি ৩২ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। ট্রাইব্যুনাল এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।