পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, কাশ্মীরের শ্রীনগরে কিছু পর্যটক অস্ত্র নিয়ে এসেছিলেন, সে প্রমাণ ও গোয়েন্দা তথ্য ইসলামাবাদের কাছে আছে। ইসহাক দার ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন, পাহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার যে দাবি তারা তুলেছে, তার প্রমাণ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ভাগ করে নিতে। তিনি বলেন, ‘ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই অস্ত্রসহ আসা পর্যটকদের শ্রীনগরে আটকে রেখেছে। তারা পর্যটকদের সমর্থন করছে যারা ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস রপ্তানি করার চেষ্টা করছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে কোনো ভারতীয় আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।'