জামায়াতের তরফে আইনজীবী শিশির মনির জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারির দাবি জানিয়েছেন। অন্যদিকে নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ডা. তাহের বলেন, ‘জুলাই সনদ কোন প্রক্রিয়ায় কার্যকর হবে, তা নিয়ে এখনও বিস্তারিত আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সমাধান বের হবে।’ এদিকে শিশির মনির বলেন, ‘আমরা মনে করি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে গত বছরের ৫ আগস্ট। তাই একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে। তবে এর বাস্তবায়নের তারিখ দেখাতে হবে ৫ আগস্ট থেকে।’