বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনদিন পিছিয়ে যাচ্ছে। বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা। তাই ব্যবসায়বান্ধব জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন। আমির খসরু বলেন, আগামী দিনে কোনো বিশেষ গোষ্ঠীর দ্বারা অর্থনৈতিক কার্যক্রম কুক্ষিগত করে দেশ পরিচালনা করা যাবে না। অর্থনীতি আর রাজনীতি হাতে হাত মিলিয়ে চলতে হবে। প্রত্যেক নাগরিকের সমানভাবে অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ দেবে বিএনপি। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন ছিল মুক্তবাজার অর্থনীতি। আমরা ক্ষমতায় গেলে সেই অর্থনৈতিক ব্যবস্থা চালু করব। আরো বলেন, রংপুর বাংলাদেশের শস্যভান্ডারে পরিণত হয়েছে। কিন্তু রংপুরের মানুষের সুযোগ সৃষ্টি হয়নি। রংপুর বিভাগে যেসব সমস্যা রয়েছে, আমরা সেগুলো ধারণায় নিতে চাই।