বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দর সংক্রান্ত রাষ্ট্রীয় চুক্তির প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে অন্তত ১২ জন বামপন্থী নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সিপিবি, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তারা ছাড়া পান। সিপিবি নেতা ইকবাল হোসেন অভিযোগ করেন, যমুনার দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশ বাধা দিয়ে লাঠিচার্জ করে। তবে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সমাবেশ নিষিদ্ধ ছিল এবং পুলিশ শুধু ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করেছে, লাঠিচার্জ নয়। ঘটনাটি বিদেশি বিনিয়োগ ও রাষ্ট্রীয় সম্পদ নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।