ময়মনসিংহের ভালুকায় কারখানা শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। সরকারের পক্ষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, দিপু চন্দ্র দাসকে হত্যা একটি ঘৃণ্য অপরাধ, যার কোনো যুক্তি বা গ্রহণযোগ্যতা নেই। সরকার আইনের শাসনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানায়, অপরাধ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রের এবং তা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। ইতোমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ধর্ম, জাতিগোষ্ঠী বা পরিচয় নির্বিশেষে সব নাগরিক আইনের সমান সুরক্ষা পাবেন। সরকার সহিংসতা ও বিভাজন রোধে সংযম ও মানবিকতার আহ্বান জানিয়েছে। নিহতের পরিবারকে আর্থিক ও কল্যাণ সহায়তা দেওয়া হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে।