Web Analytics
আমজনতার দলের সাধারণ সম্পাদক ও তরুণ রাজনৈতিক নেতা তারেক রহমান ১৩৪ ঘণ্টার দীর্ঘ অনশন ভাঙলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের অনুরোধে। তিনি গত মঙ্গলবার থেকে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অনশন করছিলেন দলের নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে। গুরুতর অসুস্থ হলেও নিবন্ধন না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। রোববার সন্ধ্যায় সালাহউদ্দিন আহমেদ অনশনস্থলে গিয়ে তাকে অনশন ভাঙাতে অনুরোধ করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনশনস্থলে গিয়ে সংহতি প্রকাশ করেন। রিজভী অভিযোগ করেন, গুরুত্বহীন দলগুলোর নিবন্ধন দেওয়া হলেও আমজনতার দলকে বাদ দেওয়া হয়েছে। ৪ নভেম্বর ইসি তিনটি দলকে প্রাথমিকভাবে নিবন্ধন দিলেও তালিকা থেকে বাদ পড়ে তারেকের ‘আমজনতার দল’। এর পরই তিনি দীর্ঘ অনশনে বসেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।