সাত বছরের দীর্ঘ প্রতীক্ষার পর সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে গকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা উৎসবমুখরভাবে ভোট প্রদান করলেও ক্যাম্পাসের বাইরে উত্তেজনার ছাপ স্পষ্ট। প্রধান ফটক ও আশপাশের এলাকায় বহিরাগতদের জমায়েত এবং বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ভোটার, প্রার্থী ও অনুমোদিত সাংবাদিক ব্যতীত কারও ভেতরে প্রবেশের অনুমতি নেই। তবু কিছু সাবেক শিক্ষার্থী এবং অচেনা মুখ ক্যাম্পাসে দেখা যাচ্ছে। তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে মোতায়েন আছেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী। এজিএস পদপ্রার্থী মো. জাহিদ হাসান বলেন, পুলিশ থাকলেও বিভিন্ন অচেনা এবং বহিরাগত চেহারা ক্যাম্পাসে দেখা যাচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশনের সদস্য ড. মো. আলী আজম খান বলেন, ক্যাম্পাসের ভেতরে ভোট শান্তিপূর্ণভাবে চলছে। বাইরে ঘটমান পরিস্থিতি আমাদের নজরে আসেনি। তবে সত্যিই যদি এমন ঘটনা ঘটে থাকে, আমরা আইনি পদক্ষেপ নেব।