গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করায় জুলাই ঘোষণাপত্র বর্জনের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির নেতা রাশেদ খাঁন বলেন, জুলাই ঘোষণাপত্রে রাজনীতির আসল ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, ১৮ সালের বৈষম্যমূলক কোটাবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতা গণঅধিকার ও ছাত্র অধিকার পরিষদের সম্পৃক্ততার জন্য উপেক্ষা করা হয়েছে। জাতিসংঘের তুলনায় শহীদদের সরকারি সংখ্যা ও হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলেন তিনি; বলেন, হাসিনাকে গ্ৰেপ্তার করা দরকার ছিল। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, জুলাই ঘোষণাপত্র থেকে নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাটবিরোধী আন্দোলন, শাপলাচত্বরের হত্যাকাণ্ড, নরেন্দ্র মোদির আগমন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, পরিকল্পিত বিডিয়ার হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড ইত্যাদি স্থান পায়নি। কেন ও কোন উদ্দেশ্য তারুণ্যের এই সংগ্রামকে জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হলো না? তবে এই নেতা সুষ্ঠু নির্বাচনের দাবি করে বলেন, নির্বাচনের সময় নির্ধারণ হওয়ায় ১/১১ শঙ্কা কেটে গেছে।