বৃহস্পতিবার সকালে রংপুরে এক কর্মশালায় আইজিপি বাহারুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের মামলাগুলো সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে নিষ্পত্তি না হলে জাতি ক্ষমা করবে না। মামলাগুলো সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। যদি নিষ্পত্তি না করা হয় এবং মানুষ যদি ন্যায়বিচার না পায়, তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না। এ জন্য সবার একটি সম্মিলিত প্রয়াসের দরকার। তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে ও সরিয়ে দিয়ে পুলিশ বাহিনীকে স্বগৌরবে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে তিনি পুলিশকে কাছে টেনে নেওয়ার অনুরোধ করে নাগরিক সমাজের সহযোগিতা কামনা করেন।