আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ও প্রশাসন ক্যাডার কর্তৃক পক্ষপাতিত্বপূর্ণ সাময়িক বরখাস্তের প্রতিবাদে রোববার কর্মবিরতি ও মানববন্ধন করেছে ২৫ ক্যাডারের কর্মকর্তারা। রাজশাহীতে রোববার ব্যানারসহ অবস্থান করেন আন্দোলরতরা। এ সময় বক্তারা বলেন, তুচ্ছ কারণে সম্প্রতি ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজারসহ সারাদেশেই এই আন্দোলনে অংশ নিয়েছেন ২৫ ক্যাডাররা।